উমেদ প্রকাশ

মুসলিম উম্মাহ সামগ্রিকভাবে হাজারো সমস্যার মোকাবেলা করছে। প্রতিটি সমস্যারই সমাধা করা দরকার। কিন্তু এটাও তো বাস্তব যে, রাতারাতি সব সমস্যা দূর করা সম্ভব না। আর সবার পক্ষে সব কাজ করা সম্ভবও না। তবে প্রত্যেকেরই করার মতো কিছু কাজ আছে।

উমেদ প্রকাশ চায় উম্মাহর আখিরাত-বিমুখতা, দ্বীনী অজ্ঞতা দূর করার পথে কিছু কাজ করতে। দ্বীনী তালীমের বিস্তার ঘটানো, ঈমান-বিধ্বংসী বাতিল চিন্তা-চেতনা সম্পর্কে জাতিকে সচেতন করা, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব ও আখিরাতের চিরস্থায়িত্বের বোধ জাগ্রত করা, সবার ভেতর দাওয়াতের আগ্রহ তৈরি করা, উম্মাহর সন্তানদের দ্বীনী তারবিয়াত, পরিবারে দ্বীনী চর্চা, প্রত্যেক মুসলিমের সাথে উলামায়ে কেরামের প্রত্যক্ষ সম্পর্ক তৈরি করা নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য।

প্রতিটি কাজে মুহাক্কিক ও আল্লাহওয়ালা আলিমদের দিকনির্দেশনা ও পূর্ণ তত্ত্বাবধান রক্ষা করা উমেদ প্রকাশের অপরিহার্য প্রত্যয়। হয়তো আমরা অনেক কিছু করতে পারব না, কিন্তু আমরা চাই যেটুকু কাজই হোক, তা যেন হয় কুরআন-সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ।

আমরা এটা বিশ্বাস করি, উম্মাহর পরবর্তী প্রজন্ম প্রবল সম্ভাবনাময়। তারা হবে বিজয়ী প্রজন্ম—বিইযনিল্লাহ। আমরা চাই, সেই বিজয়ী প্রজন্মের ঈমানী-আমলী ভিত গঠনে কিছু কাজ করে যেতে।

প্রিয় পাঠক, আমাদের জন্য দুআ করবেন, আমরা যেন ইখলাসের সাথে নিরলসভাবে তিলে তিলে বিজয়ী প্রজন্মের ভিত গড়ার জন্য কাজ করে যেতে পারি।