পাণ্ডূলিপি

ফিকশন, নন-ফিকশন দুই জনরারই বই প্রকাশ করে থাকে। এই মুহুর্তে যেসব জনরার (ক্যাটাগরির) পাণ্ডুলিপি গ্রহণ করা হচ্ছে তার তালিকা:

প্রোপোজালে যা পাঠাবেন:

১. বইয়ের সারাংশ

২. সূচিপত্র

৩. লেখকের সংক্ষিপ্ত পরিচিতি

৪. বই থেকে যেকোনো একটি অধ্যায়

আমাদের রিভিউ টিম আপনার প্রোপোজাল গ্রহণ করে মতামত জানালে আমরা সাধারণত সরাসরি লেখক/এজেন্টের সাথে যোগাযোগ করি।

যেভাবে পাণ্ডূলিপি সাবমিট করবেন

umedprokash@gmail.com-এ পাণ্ডুলিপি বা প্রোপোজাল পাঠাতে হবে। সাবজেক্টের ঘরে ‘লেখক-বইয়ের নাম-প্রকাশের প্রস্তাবনা’ দিতে হবে। 

রিভিউ এবং মতামতের সময়সীমা

আমরা সাধারণত পাণ্ডূলিপি জমাদানের দিন থেকে ৮ সপ্তাহ সময় নিয়ে থাকি একটি পাণ্ডূলিপি সম্পর্কে ফিডব্যাক জানাতে।

পাণ্ডূলিপি সাবমিট করুন